10983

05/03/2024 পদত্যাগ করেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী

পদত্যাগ করেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

২৬ সেপ্টেম্বর ২০২২ ২২:২৯

অর্থনৈতিক সংকটের মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতা ইসমাইল। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রবিবার (২৫ সেপ্টেম্বর) তিনি এই ঘোষণা দেন।

টুইটে মিফতা জানান, মৌখিকভাবে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। এখন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন। গতকাল নওয়াজ শরিফ ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে তিনি মৌখিকভাবে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। মিফতা জানান, ‘পাকিস্তানে পৌঁছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন।’

বর্তমানে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে লন্ডনে অবস্থান করছেন মিফতাহ ইসমাইল। সেখানে নওয়াজ শরীফসহ পিএমএল-এন নেতাদের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। এতে তার পদত্যাগের সিদ্ধান্তের পাশাপাশি পাকিস্তানের আরও বেশ কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

সূত্র: রয়টার্সের।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]