1088

01/30/2026 ইয়াবাসহ ছাত্রলীগ নেতা শফিক আটক

ইয়াবাসহ ছাত্রলীগ নেতা শফিক আটক

জেলা সংবাদদাতা, পটুয়াখালী

২১ জুলাই ২০২০ ১৬:১৫

পটুয়াখালীর দুমকি উপজেলায় ১০পিস ইয়াবাসহ সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. শফিক খানকে (৩০) আটক করেছে পুলিশ।

সোমবার রাতে দুমকি নতুনবাজার এলাকা থেকে ওই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত শফিক খান উপজেলার শ্রীরামপুর এলাকার হাবিবুর রহমান খানের ছেলে।

দুমকি থানার ওসি মো. মেহেদী হাসান আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ব্যাপারে দুমকি থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]