10845

05/01/2025 শ্যাম্পুর গুণ বাড়াবে যে উপাদানগুলো

শ্যাম্পুর গুণ বাড়াবে যে উপাদানগুলো

লাইফস্টাইল ডেস্ক

২১ সেপ্টেম্বর ২০২২ ০৫:৪৬

ব্যস্ত কর্মজীবনে যদি হেয়ার প্যাক তৈরি করা বা পার্লারে যাওয়ার মতো সময় না থাকে তাহলে নিয়মিত ব্যবহারের শ্যাম্পুতে কিছু উপাদান মিশিয়ে নিতে পারেন। এতে চুলে ঝটপট চলে আসবে সিল্কি ভাব। এছাড়া চুল পড়া বন্ধ হবে এবং দূর হবে খুশকিও।

১. শ্যাম্পুর সঙ্গে খানিকটা গোলাপজল মিশিয়ে নিন। চুলের রুক্ষ ভাব কমে যাবে। আসবে বাড়তি চাকচিক্য।
২. শ্যাম্পুর সঙ্গে অল্প বেকিং সোডা মিশিয়ে নিলে দূর হবে খুশকি।
৩. চুলে বাড়তি পুষ্টি জোগাতে চাইলে শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে নিন মধু। এতে যেমন পিএইচ ব্যালান্স বজায় থাকবে, তেমনি চুল হবে ঝলমলে।
৪. টি ট্রি, ল্যাভেন্ডার, রোজমেরি বা পেপারমিন্ট এসেনশিয়াল মিশিয়ে নিতে পারেন শ্যাম্পুর সঙ্গে। চুলে আসবে বাড়তি উজ্জ্বলতা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]