10774

05/17/2024 চীনে মারাত্মক সড়ক দুর্ঘটনা, নিহত ২৭

চীনে মারাত্মক সড়ক দুর্ঘটনা, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২২ ০৩:৩১

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রোববার (১৮ সেপ্টেম্বর) একটি বাস দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এ বছরে এখন পর্যন্ত সবচেয়ে মারাত্মক সড়ক দুর্ঘটনা এটি। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইজো প্রদেশের একটি সড়কের পাশে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৪৭ জন যাত্রী ছিল। আহত ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।

এএফপি জানিয়েছে, দুর্ঘটনাটি যেখানে ঘটেছে, সেটি গুইজো প্রদেশের একটি প্রত্যন্ত পাহাড়ি এলাকা। সেখানে বেশির ভাগ জাতিগত সংখ্যালঘু বাস করে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, এলাকাটি প্রাদেশিক রাজধানী গুইয়াং থেকে প্রায় ১৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে। দুর্ঘটনাটি ঘটেছে রোববার ভোরে।

এর আগে গত জুনে গুইজো প্রদেশে একটি দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত হয়ে এক চালক নিহত হয়েছেন। এ ছাড়া মার্চ মাসে একটি যাত্রীবাহী উড়োজাহাজ দুর্ঘটনায় ১৩২ যাত্রীর সবাই নিহত হয়েছেন। এ দুর্ঘটনা ছিল চীনে কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক উড়োজাহাজ দুর্ঘটনা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]