10542

05/19/2024 লোকালয় থেকে সুন্দরবনের অজগর উদ্ধার

লোকালয় থেকে সুন্দরবনের অজগর উদ্ধার

বাগেরহাট থেকে

৯ সেপ্টেম্বর ২০২২ ০১:৪২

বাগেরহাটের মোংলায় বন বিভাগের সদস্যরা হাঁস-মুরগির খোপ থেকে ১৫ ফুট লম্বা একটি সুন্দরবনের অজগর উদ্ধার করেছেন । বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খরমা কাটাখালি গ্রামের রুহুল আমিন নামে এক ব্যক্তির বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়।

লোকালয় থেকে উদ্ধার হওয়া অজগরটি লম্বায় প্রায় ১৫ ফুট এবং ওজন প্রায় ২৭ কেজি। অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

রুহুল আমিন জানান, ‘সকালে হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকি শুনে খোপের মুখ খুলে দেখেন একটি অজগর শুয়ে আছে। ভয়ে দূরে সরে গিয়ে বন বিভাগকে খবর দেন তিনি। পরে তারা এসে অজগরটি ধরে নিয়ে যায়।’

তিনি আরও জানান, ‘খোপে থাকা দুটি মুরগি ও দুটি হাঁস খেয়ে ফেলে এই অজগরটি।’পূর্ব সুন্দরবন বিভাগের জিউধারা স্টেশন কর্মকর্তা শাহজাহান মোক্তাদির জানান, ‘উপজেলার সুন্দরবন ইউনিয়নের খরমা কাটাখালি গ্রামের রুহুল আমিনের বাড়ির মুরগির খোপে অজগর সাপটি দেখতে পান। খবর পেয়ে সেখান থেকে সাপটি উদ্ধার করেন তারা। উদ্ধার হওয়া অজগরটি পরে সুন্দরবনের গহিনে অবমুক্ত করে দেন।’

তিনি আরও জানান, ‘ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানে লোকালয়ে গিয়েছিল অজগরটি। কোনও বন্যপ্রাণী লোকালয়ে চলে আসলে তার ক্ষতি না করে বন বিভাগে খবর দিলে তারা সেটিকে উদ্ধার করে নিরাপদ আবাসে ফিরিয়ে দেবন।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]