10534

05/19/2024 জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

৮ সেপ্টেম্বর ২০২২ ২৩:১১

ইন্দোনেশিয়ায় জ্বালানির মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ম্ফীতির প্রতিবাদে রাজধানী জাকার্তাসহ কয়েকটি শহরে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। জ্বালানি খাতে বাজেট নিয়ন্ত্রণের কঠোর চাপের মুখে প্রেসিডেন্ট জোকো উইদোদো।

গত শনিবার(৩ সেপ্টেমের) তিনি জানিয়েছিলেন, ভর্তুকি কমানো এবং জ্বালানির দাম শতকরা প্রায় ৩০ ভাগ বাড়ানো ছাড়া তাঁর সামনে কোনো বিকল্প ছিল না। গত বছরের তুলনায় সেখানে তেলের দাম বাড়ানো হয়েছে শতকরা প্রায় ৩২ ভাগ। খবর এশিয়া ওয়ানের

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এর প্রতিবাদে বিক্ষোভ হয়েছে রাজধানী জাকার্তা, সুবারবায়া, মাকাস্‌সার, কেন্দারি, আচেহতে। এতে নেতৃত্ব দিয়েছে শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপ ও শ্রমিক সংগঠন।

পুলিশ জানায়, এ সপ্তাহে এটাই ছিল সবচেয়ে বড় বিক্ষোভ। জাকার্তার বিক্ষোভে মোতায়েন করা হয়েছিল কয়েক হাজার পুলিশ। তারা পেট্রোল স্টেশনগুলোতে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে। তাদের আশঙ্কা ছিল, ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে পারে এসব স্টেশনে।

শ্রমিক ইউনিয়নগুলো জানিয়েছে, জ্বালানির দাম বাড়াতে শ্রমিক এবং গ্রামের গরিবরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়বেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]