10499

01/30/2026 আবারও বেড়েছে এলপিজি গ্যাসের দাম

আবারও বেড়েছে এলপিজি গ্যাসের দাম

ডেস্ক রিপোর্ট

৭ সেপ্টেম্বর ২০২২ ২১:২২

পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ানো হয়েছে। ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম এখন থেকে ১৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যেটি ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি এলপিজি সিলিন্ডারের দাম পরবে ১২৩৫ টাকা।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় এক সংবাদ সম্মেলনে এলপিজির নতুন এ দাম ঘোষণা করে বিইআরসি।

বিইআরসি জানিয়েছে, চলতি মাসের জন্য এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে। যা বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে কার্যকর হবে।

এর আগে ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমিয়ে এক হাজার ২১৯ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তবে, আবারও ১৬ টাকা বাড়িয়ে এক হাজার ২৩৫ টাকা নির্ধারণ করা হলো।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]