10472

05/18/2024 দক্ষিণ কোরিয়ায় ধেয়ে আসছে ‘সুপার স্ট্রং’ টাইফুন

দক্ষিণ কোরিয়ায় ধেয়ে আসছে ‘সুপার স্ট্রং’ টাইফুন

আন্তর্জাতিক ডেস্ক

৬ সেপ্টেম্বর ২০২২ ০৫:৪৫

টাইফুন ‘হিনামনর’ আঘাত হানতে যাচ্ছে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর)। এ জন্য দক্ষিণ কোরিয়ায় স্কুল বন্ধ, ফ্লাইট স্থগিত এবং কিছু ব্যবসা কার্যক্রম বাতিল করা হয়েছে।

সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, আসন্ন ঘূর্ণিঝড়কে দক্ষিণ কোরিয়ায় আঘাত হানা অন্যতম শক্তিশালী ঝড় মনে করা হচ্ছে। এতে ভূমিধস হতে পারে। ঝড়ে দক্ষিণপূর্ব উপকূলের দ্বিতীয় বৃহত্তম শহর বুসান এলাকা আক্রান্ত হবে বলে ভবিষ্যৎদ্বাণী করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায়, সোমবার (৫সেপ্টেম্বর) সকাল থেকে দক্ষিণ উপকূলে ভারী বৃষ্টি শুরু হয়েছে। মূল ঝড় আঘাত হানবে মঙ্গলবার(৬ সেপ্টেম্বর)।দক্ষিণ কোরিয়ায় টাইফুনকে চারভাগে বিভক্ত কর হয়। সেগুলো হলো- স্বাভাবিক (নরমাল), শক্তিশালী (স্ট্রং), খুবই শক্তিশালী (ভেরি স্ট্রং) এবং অত্যধিক শক্তিশালী (সুপার স্ট্রং)। আসন্ন টাইফুনকে ‘সুপার স্ট্রং’ ক্যাটাগরিতে রাখা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]