1027

05/01/2024 ট্যাপা ও ট্যাপার সুন্দরী বৌ

ট্যাপা ও ট্যাপার সুন্দরী বৌ

মাহবুব রহমান

১৪ জুলাই ২০২০ ০০:৪৫

বাড়ির বৌ ঝিদের সুনাম কিংবা দুর্নাম খুবই দ্রুতই ছড়ায়, তেমনি ট্যাপার বৌয়ের অন্যকোন গুন না ছড়াইলেও রুপের গুন ছড়াইয়াছিল দ্রুতই,

ট্যাপা ড্রাইভার, আসল নাম অনেকেরই অজানা, গ্রামে গরিব মানুষের অনেকেরই এমন নাম পরিবর্তন হইয়া যায় বড়লোকদের বেলায় অবশ্য এমন ঘটেনা।

যাইহোক ট্যাপার বৌ অতিসুন্দর এই নিয়া ট্যাপার গর্বের অন্ত নাই, ট্যাপা যেখানেই যায় বৌকে সাজাইয়া গুছাইয়া সাথে লইয়া যায়, এইপ্রকার তার বৌয়ের সুন্দরে প্রদর্শনী করে বেড়ায় এতে ট্যাপার নিজের কারনে নহে তার বৌয়ের রুপের গুনে মুগ্ধ হইয়া অনেক বসন্তের কোকিল জড়ো হইয়াছে।

ইদানীং ট্যাপার বন্ধু আর শুভাকাঙ্ক্ষী অনেক বাড়িয় গিয়েছে ট্যাপার বউ এখন সকলের ভাবি।
ট্যাপার এখন নিয়মিত দাওয়াত থাকে বৌ সহ, কারো আবার ট্যাপারে ছাড়া পেটে ভাত যায়না, রাত বিরাতে কেউ ট্যাপার জন্য বিরিয়ানির প্যাকেট নিয়া হাজির হয় নানা ছলছাতুরি নিয়ে।

কেউ আবার মুরগি কিংবা গরুর মাংস চালডাল নিয়ে হাজির হয় ভাবির হাতের রান্না খাবে তাই,

ট্যাপার বাড়িতে সবসময়ই এখন উৎসব চলে ট্যাপা থাক কিংবা না থাক।

ট্যাপার কাছে এখন শুভাকাঙ্ক্ষীদের ভীড় বিরক্তিকর মতো মনে হয় কিন্তু শুভাকাঙ্ক্ষী বাড়িয়াই চলিতেছে,

ইদানীং বউ ট্যাপাকে না জানাইয়া এদিক সেদিক বেড়াইতেও যায় ট্যাপার কথাও ঠিকমতো শুনেনা, সংসারে শুরু হয় ঝগড়াঝাটি অশান্তি,

ট্যাপার বউ ট্যাপার সাথে গুমরা মুখে থাকিলেও দেবরদের সাথে সদা হাস্যলাপি।
ট্যাপার বৌ এখন ট্যাপার অবাধ্য, মাঝমধ্যি হাতাহাতিও হয়, ট্যাপার অতিসুন্দরি বৌ এখন ট্যাপার অশান্তির কারন,

হঠাৎই একদিন রাতের আধারে ট্যাপার বৌ ট্যাপার গরিবের সুন্দরী বউ
সারাজীবনের সঞ্চয় আর সোনাগয়না নিয়া অন্য ছেলের হাত ধরিয়া চম্পট দিয়েছে।

ট্যাপার কানে খবর গেলো কিন্তু ট্যাপার বিশ্বাস হয়না তাড়াতাড়ি ছুটিয়া আসে বাড়িতে,

বাড়িতে আসিয়া ট্যাপা জানিতে পারে তার সূন্দরী বৌ শুধু ট্যাপার ভালোবাসা আর বিশ্বাস নিয়েই পালায়নি ট্যাপার সারাজীবনের সঞ্চয়টুকুও সাথে করে নিয়ে গেছে,

হৃদয় ক্ষতবিক্ষত হয়ে গেছে ট্যাপার, বুকের ভিতর কেমন যেন করে কষ্টগুলো দলা পাকিয়ে গলার কাছে পাথর হয়ে আটকে আছে, খুব কস্টে পাথর হয়ে গিয়েছিলো ট্যাপা তাই চক্ষু দিয়া জল গড়ায়নি।

ট্যাপা এখন খুব একলা ট্যাপার শুভাকাঙ্ক্ষীরা এখন আর ট্যাপার ধারে কাছেও আসেনা ট্যাপার জন্য কেউ বিরিয়ানির প্যাকেট নিয়ে আসেনা আর ট্যাপাকে কেও দাওয়াত দিয়েও খাওয়ায়না ট্যাপার বাড়িতে নেই সেই উৎসবের আমেজ,

ট্যাপার বাড়িতে এখন শুধুই নিরবতা আর ট্যাপার কস্ট আর দীর্ঘশ্বাস।

জানিনা এতোদিনে ট্যাপার পলাতক বৌয়ের কি হয়েছে কেমন আছে সুঃখে আছে নাকি দুঃখে আছে তবে এতটুকু বলতে পারি সবকিছুই প্রদর্শনীর জন্য নহে আর সুসময়ের বন্ধুরাও বন্ধু নহে,

আর এমন গল্পের পরিসমাপ্তি থাকেনা।

মাহবুব
প্রবাস কথা
কাতার পরিবার

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]