10267

05/06/2025 রুশ টিভি অভিনেত্রীর লাশ উদ্ধার

রুশ টিভি অভিনেত্রীর লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

২৬ আগস্ট ২০২২ ০১:২৯

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের কাছ থেকে অর্ধনগ্ন এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ওই তরুণী সাবেক টিভি অভিনেত্রী আনাস্তাসিয়া কোচারভেই (২৮)। কয়েক সপ্তাহ ধরে তিনি নিখোঁজ ছিলেন। বুধবার (২৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করতে তার পরিবারকে সেন্ট পিটার্সবার্গে ডেকেছিল পুলিশ ।

রাশিয়ার ৩৬০ নিউজ আউটলেট বলছে, গত ১৩ আগস্ট সেন্ট পিটার্সবার্গের ক্রাসনোসেলস্কি জেলা থেকে উদ্ধার হয় অর্ধনগ্ন অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ। পুলিশ এখনো বিষয়টি তদন্ত করছে।

তদন্ত কর্মকর্তারা জানান, তরুণীর শরীরে আঘাতের চিহ্ন ছিল না। তার পরনে ছিল অন্তর্বাস, পিঠে তাসের ট্যাটু। এ তরুণী সাবেক টিভি তারকা আনাস্তাসিয়া কোচারভেই বলে দাবি করছেন তার বন্ধুরা। তারা জানিয়েছেন, এ অভিনেত্রী কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন।

আনাস্তাসিয়ার এক বন্ধুর সোশ্যাল মিডিয়ার বরাত দিয়ে জানা যায়, ‘অ্যালকোহলে আসক্তি বেড়েছিল আনাস্তাসিয়ার। মস্কোয় সম্প্রতি এক ব্যক্তির সঙ্গে ঝামেলায় জড়িয়েছিল সে। ওই ব্যক্তি তাকে হত্যার হুমকিও দিয়েছিলেন। কয়েক সপ্তাহ আগে মস্কোয় নিজের অ্যাপার্টমেন্ট বিক্রি করে সেন্ট পিটার্সবার্গে চলে গিয়েছিলেন আনাস্তাসিয়া। সেখানে যাওয়ার পর ফোনে তার সঙ্গে কথা হয়। তখন ওকে স্বাভাবিকই লাগছিল। তবে তিনি জানতেন ওর পরিণতি কী হতে যাচ্ছে।

উল্লেখ্য, ২০১৮ সালে রিয়েলিটি শো ডোম-২ এ অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন আনাস্তাসিয়া। তখন থেকেই আনাস্তাসিয়া একটি অ্যাসকর্ট পরিষেবায় যুক্ত ছিলেন। অভিনেত্রীর বন্ধুদের বিশ্বাস, কিছু খারাপ মানুষের ভিড়ে ঢুকে পড়েছিল আনাস্তাসিয়া, যা তাকে সমস্যায় ফেলেছে।

খবর : আরটি নিউজ

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]