1022

05/09/2024 বিশ্বে মৃতের সংখ্যা ৫ লাখ ৭১ হাজার ছাড়িয়েছে

বিশ্বে মৃতের সংখ্যা ৫ লাখ ৭১ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

১৩ জুলাই ২০২০ ১৬:০৫

টানা পাঁচদিন রেকর্ড সংক্রমণের পর গত একদিনে দাপট কিছুটা কমেছে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস কোভিড-১৯ এর। এরই মধ্যে সারাবিশ্বে মৃতের সংখ্যা ৫ লাখ ৭১ হাজার ৮০ জনে ঠেকেছে। এ পর্যন্ত আক্রান্ত ১ কোটি ৩০ লাখ ২৮ হাজার ১৮২ জনে দাঁড়িয়েছে। সুস্থ হয়েছে প্রায় ৭৬ লাখ মানুষ।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ সোমববার বাংলাদেশ সময় সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে বিশ্বের ১ লাখ ৯৪ হাজার ৬৭৭ জন মানুষ। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১ কোটি ৩০ লাখ ২৮ হাজার ১৮২ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ৩ হাজার ৯৫৬ জনের। এ নিয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৫ লাখ ৭১ হাজার ৮০ জনে ঠেকেছে।

এর মধ্যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ৩৪ লাখ ১৪ হাজারে দাঁড়িয়েছে। না ফেরার দেশে ১ লাখ ৩৭ হাজার ৭৮২ জন মানুষ।

ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১৮ লাখ ৬৬ হাজার ১৭৬ জনে দাঁড়িয়েছে। প্রাণহানি ৭২ হাজার ১৫১ জনে ঠেকেছে।

সংক্রমণে তিনে থাকা দক্ষিণ এশিয়ার ভারতে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৭৯ ছাড়িয়ে গেছে। প্রাণহানি ২৩ হাজার ১৮৭ জনে দাঁড়িয়েছে।

রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ৭ লাখ ২৭ হাজারের বেশি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ১১ হাজার ৩৩৫ জনের মৃত্যু হয়েছে করোনায়।

লাতিন আমেরিকার আরেক দেশ পেরুতেও আক্রান্ত ৩ লাখ ২৬ হাজারে বেশি। যেখানে মৃত্যু হয়েছে ১১ হাজার ৮৭০ জন মানুষের।

এ অঞ্চলের আরেক ভুক্তভোগী চিলিতেও সংক্রমণ ৩ লাখ ১৫ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ৬ হাজার ৯৭৯ জনের প্রাণ কেড়েছে করোনা।

নিয়ন্ত্রণে আসা স্পেনে গত ৪৮ ঘণ্টায় নতুন করে সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেনি। দেশটিতে ইতোমধ্যে আক্রান্ত ৩ লাখ ৯৮৮ জন। প্রাণ গেছে সেখানে ২৮ হাজার ৪০৩ জনের।

লাতিন আমেরিকায় ব্রাজিলের পরই সবচেয়ে ভয়াবহ অবস্থায় থাকা মেক্সিকোয় আক্রান্ত ৩ লাখ ছুঁই ছুঁই। প্রাণ গেছে ৩৫ হাজার মানুষের। এতে করে ইতালিকেও ছাড়িয়ে গেছে দেশটি।

যুক্তরাজ্যে ২ লাখ ৮৯ হাজার ৬০৩ জনের আক্রান্তে মৃতের সংখ্যা ৪৪ হাজার ৮১৯ জনে ঠেকেছে।

দক্ষিণ আফ্রিকায় করোনা হানা দিয়েছে পৌনে ৩ লাখের বেশি মানুষের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৯ জনের।

মধ্যপ্রাচ্যের ইসলামী প্রজাতান্ত্রিক দেশ ইরানে করোনার শিকার ২ লাখ ৫৭ হাজার ৩০৩ জন মানুষ। প্রাণহানি ঘটেছে ১২ হাজার ৮২৯ জনের।

দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে করোনার শিকার ২ লাখ ৪৯ হাজারের কাছাকাছি। মৃত্যু হয়েছে ৫ হাজার ১৯৭ জনের।

ইতালিতে ২ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ করোনার ভুক্তভোগী। এর মধ্যে পৃথিবী ছেড়েছেন ৩৪ হাজার ৯৫৪ জন।

সৌদি আরবে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৩২ হাজারের বেশি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২ হাজার ২২৩ জন।

তুরস্কে করোনার ভুক্তভোগী ২ লাখ প্রায় ১৩ হাজার। যেখানে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৩৬৩ জনের।

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল রোববার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৭৯৫ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২ হাজার ৩৫২ জনের। আর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৯৩ হাজার ৬১৪ জন।

প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। প্রাণঘাতী করোনা বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। বর্তমানে দেশে ১ লাখ ৮৩ হাজার ৭৯৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

সূত্র- ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]