10077

04/27/2024 কপোতাক্ষ নদীতে পানি বৃদ্ধি, ৩ গ্রাম প্লাবিত

কপোতাক্ষ নদীতে পানি বৃদ্ধি, ৩ গ্রাম প্লাবিত

খুলনা থেকে

১৪ আগস্ট ২০২২ ০৪:৫৫

খুলনার কয়রায় কপোতাক্ষ নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করেছে। শনিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরামুখা গ্রামের অস্থায়ী রিং বাঁধটি ভেঙে যায়। এতে ইউনিয়নের ৩-৪টি গ্রাম প্লাবিত হয়েছে। আতঙ্কে রয়েছে উপকূলবাসী।

স্থানীয়রা জানান, গত ১৭ জুলাই ভাটির টানে বাঁধের ২০০ মিটার জায়গাজুড়ে ভাঙন দেখা দেয়। পরে স্বেচ্ছাশ্রমে সেটি মেরামত করা হয়। দুর্বল বাঁধটি সকালে আবারও স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মেরামতের চেষ্টা চালান। তবে দুপুরে জোয়ারের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় লোকালয়ে পানি প্রবেশ করছে।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]