10060

05/17/2024 উত্তরায় ভাঙারির দোকানে বিস্ফোরণে দগ্ধ ৮ জনই মারা গেছেন

উত্তরায় ভাঙারির দোকানে বিস্ফোরণে দগ্ধ ৮ জনই মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট ২০২২ ২১:২৯

রাজধানীর তুরাগে ভাঙারির দোকানে বিস্ফোরণ ও পাশের রিকশার গ্যারেজের অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আহত অবস্থায় চিকিৎসাধীন মো. শাহীন (২৬) মারা গেছেন। আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১২ আগস্ট) দিবাগত রাতে মারা যান তিনি। এ নিয়ে এ দুর্ঘটনায় দগ্ধ মোট ৮ জনের সবাই একে একে মারা গেলেন।

এ তথ্য নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জানান, গত (৬ আগস্ট) থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এ চিকিৎসাধীন ছিলেন তিনি। মারা যাওয়া শাহীন পেশায় রিকশাচালক ছিলেন। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। শাহীনের মরদেহটি মর্গে রাখা হয়েছে ।

এর আগে, শফিকুল ইসলাম (৩২), আলামিন (৩০), মাসুম আলী (৩৫), মিজানুর রহমান (৩৫), নূর হোসেন (৬০), মাজারুল ইসলাম (৪৫) এবং মো. আলম (২৩) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতদের বেশিরভাগই রিকশাচালক।

উল্লেখ্য, গত ৬ আগস্ট বেলা ১২টার দিকে রাজধানীর তুরাগ থানা এলাকার কামারপাড়া রাজারবাড়ি পুকুরপাড় এলাকায় একটি রিকশা গ্যারেজ সংলগ্ন ভাঙারি দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পাশের রিকশার গ্যারেজেও আগুন ছড়িয়ে পড়ে। এতে দগ্ধ হোন আট জন। ঘটনার দিনই তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]