10057

04/28/2024 স্বর্ণ হাতিয়ে নিতে শ্বাসরোধে স্ত্রীকে খুন

স্বর্ণ হাতিয়ে নিতে শ্বাসরোধে স্ত্রীকে খুন

সাভার থেকে

১৩ আগস্ট ২০২২ ০৪:২৯

সাভারে গৃহবধূ সামিয়া আক্তার (২৫) কে হত্যার অভিযোগে তার স্বামী সাদনাম সাকিব হৃদয়কে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের শ্বশুর ও শাশুড়ি পলাতক রয়েছেন।

শুক্রবার (১২ আগস্ট) সকালে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি এলাকা থেকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে সামিয়াকে শ্বাসরোধ করে হাসপাতালে নেন অভিযুক্তরা। পরে রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সামিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সাদনাম সাকিব হৃদয় সাভারের জাকারিয়া হোসেনের ছেলে। তিনি গ্রামীণ ফোনের সাবেক কর্মকর্তা। বর্তমানে বেকার। নিহত সামিয়া আক্তার মানিকগঞ্জের সিংগাইর থানার মিজানুর রহমানের মেয়ে।

নিহতের স্বজনরা জানান, প্রায় পাঁচ বছর হলো পারিবারিকভাবে সামিয়াকে বিয়ে করে হৃদয়। বিয়ের সময় সামিয়ার বাবা ও মামারা মিলে ২৫ ভরি স্বর্ণের গহনা, মোটরসাইকেল, ও তিন লাখ টাকার ফার্নিচার যৌতুক হিসাবে দেন। বিয়ের কিছুদিন পর কৌশলে সামিয়ার গহনা হাতিয়ে নেন সামিয়ার শাশুড়ি জায়েদা পারভিন। মাঝে মধ্যেই এই গহনা নিয়ে শ্বশুর-শাশুড়ি ও স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হতো সামিয়ার। এসব নিয়ে কথা বললেই সামিয়াকে নির্যাতন করা হতো।

গতকাল এই গহনা নিয়ে কথা কাটাকাটি হয়। এরপর বিকেল ৩টার দিকে সামিয়া ফোন করে তার পরিবারকে জানায়- তাকে মারধর করেছে স্বামী ও শ্বশুর-শাশুড়ি। ৩টা ৩৭ মিনিটে সামিয়ার স্বামী ফোনে জানায়- সামিয়া স্ট্রোক করেছে। পরে পরিবারের স্বজনরা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সামিয়ার মরদেহ দেখতে পান। এ ঘটনায় সামিয়ার পরিবার হত্যাকারীদের ফাঁসি দাবি করেন।

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, সামিয়াকে হত্যার অভিযোগে শ্বশুর জাকারিয়া হোসেন ও শাশুড়ি জায়েদা পারভিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]