10054

05/05/2024 ক্যাপিটল হিল তাণ্ডবে পুলিশ কর্মকর্তার ৭ বছরের জেল

ক্যাপিটল হিল তাণ্ডবে পুলিশ কর্মকর্তার ৭ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক

১২ আগস্ট ২০২২ ২২:৫১

ক্যাপিটল হিলে তাণ্ডবে জড়িত থাকায় সাবেক মার্কিন পুলিশ কর্মকর্তাকে ৭ বছর তিন মাসের কারাদণ্ড দিয়েছেন মার্কিন আদালত। বৃহস্পতিবার তার বিরুদ্ধে সাজার বিষয়টি জানিয়েছেন বিচার বিভাগের এক মুখপাত্র।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী সহিংসতায় সরকারি কার্যক্রম এবং ন্যায়বিচারে বাধাসহ ছয়টি ফৌজদারি অভিযোগে দোষী সাব্যস্ত হন ভার্জিনিয়ার পুলিশ সার্জেন্ট থমাস রবার্টন। তবে রবার্টসনকে আট বছরের সাজা দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন প্রসিকিউটররা।

রায়ে বলা হয়, পূর্ণ মেয়াদ সাজা কাটানোর পর মুক্তি পেলেও তিন বছর থমাসকে নজরদারিতে রাখা হবে। আইনজীবীরা ৮ বছরের কারাদণ্ড দেওয়ার আবেদন জানিয়েছিলেন। নিজস্ব অস্ত্র থেকে গুলি ছুড়েছিলেন তিনি। একই সঙ্গে সহিংসতায় উসকানির অভিযোগে রয়েছে তার বিরুদ্ধে।

সবশেষ প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের কাছে পরাজয়ের পর ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফলাফলে জালিয়াতির অভিযোগ তুলেন। এরপরই ২০২১ সালের ৬ জানুয়ারিতে তার ইশারায় ক্যাপিটল তাণ্ডব চালায় রিপাবলিকান সমর্থকরা। নজিরবিহীন ওই ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়। এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]