1002

09/17/2025 মানুষের মুখ আকৃতির মাছের সন্ধান

মানুষের মুখ আকৃতির মাছের সন্ধান

রকমারি ডেস্ক

১১ জুলাই ২০২০ ০২:২১

মানুষ নিজের অজান্তেই প্রকৃতির রহস্য ভাণ্ডার থেকে কত কিছু জিনিস আবিষ্কার করে ফেলে। সেসব রহস্যের স্তম্ভিত করে দেয় সবাইকে। আবারো পাওয়া গেলো তেমন কিছুই। আরও একবার পাওয়া গেল মানুষের মতো দেখতে মাছ।

আগেও দেখা মিলেছিল মানুষের মতো দেখতে মাছের। তবে যে ছবি পাওয়া গিয়েছিলো তা ছিলো অনেকটাই ঝাপসা। তবে এবারের ব্যাপারটা আলাদা। মানুষের মতো দেখতে মাছ ধরা পড়েছে। ফলে সেটিকে খুব কাছ থেকে দেখা ও যাচাই করার সুযোগ হয়েছে।

মাছটির চেহারা একেবারে মানুষের মতো। রয়েছে দাঁত ও ঠোঁট। মুখের গড়ন অনেকটাই মানুষের মতো। সেই মাছের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেই আসতেই ভাইরাল হয়ে যায় তা।

মূলত এই ধরনের মাছকে বলা হয় ট্রিগার ফিস। সাধারণত এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলের অনেক জলাশয়ে এই মাছ দেখতে পাওয়া যায়।

মাছটির শরীরে দুটি রং। আর দুটি রঙকে ভাগ করছে লাল রঙের একটি রেখা। ঠোঁটের ওপর দিক দিয়ে শরীরের নিচের অংশ পর্যন্ত বিস্তৃত সেই লাল রেখা। মাছটির মুখ লম্বা। চোখের সামনে ধূসর রঙের বর্ডার দেখতে অনেকটা বেল্ট এর মতো।

সূত্র- জি২৪ বাংলা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]