গাজীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষ নিহত ৫
 প্রকাশিত: 
                                                ৩১ জুলাই ২০২২ ২১:১৬
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৫:২৭
                                                
 
                                        গতকাল শনিবার রাত ১০টা ৫০ মিনিটে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি একাডেমিক ভবনের সামনে মাকিষবাথান এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন-টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার শেখবাড়ি এলাকার আয়ুব আলীর ছেলে নজরুল ইসলাম (২৭), বরগুনা জেলার সদর থানার আংগারপাড়া এলাকার মমিনউদ্দিন শিকদারের ছেলে মেহেদী হাসান (৪৪), গাজীপুর জেলার কালিয়াকৈর থানার মৃত আজিম উদ্দিনের ছেলে আতিকুল ইসলাম (৪২) ও একই থানার লতিফপুর এলাকার বাবুল মিয়ার ছেলে সাইদুল ইসলাম (২৭) এবং যশোর জেলার ঝিকরগাছা থানার দহর মাঞ্জড়া এলাকার আতিয়ার রহমানের ছেলে শাহিন উদ্দিন (২৮)।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রাহাত আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মরদেহ বিনা ময়নাতদন্ত ছাড়াই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সম্পর্কিত বিষয়:
গাজীপুর


 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: