শুক্রবার, ২৪শে জানুয়ারী ২০২৫, ১১ই মাঘ ১৪৩১


পদ্মা সেতুতে ট্রেন চলবে আগামী বছ‌রের মা‌র্চে: রেলমন্ত্রী


প্রকাশিত:
১৬ মে ২০২২ ০২:৩৯

আপডেট:
২৪ জানুয়ারী ২০২৫ ১৫:১৯

ফাইল ছবি

আগামী জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করতে পারেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এ ছাড়া আগামী বছ‌রের মা‌র্চে বা জু‌নে পদ্ম সেতু‌তে ট্রেন চল‌বে বলে জানান তিনি।

রোববার (১৫ মে) নির্মাণাধীন পদ্মা সেতু রেল সং‌যোগ প্রকল্প প‌রিদর্শনে গিয়ে সাংবা‌দিক‌দের এ তথ্য জা‌নান তিনি।

রেলমন্ত্রী বলেন, ‘সেতুতে রেললাইন স্থাপ‌নের কাজ না হওয়ায় উদ্বোধ‌নের দিন থে‌কে ট্রেন চলবে না।’

তিনি বলেন, ‘আপাতত লক্ষ্য আগামী বছ‌রের অর্থাৎ ২০২৩ সালের ২৬ মার্চ থেকে ঢাকা থে‌কে মাওয়া পদ্মা সেতু হ‌য়ে ফ‌রিদপু‌রের ভাঙা জংশন পর্যন্ত ট্রেন চালা‌নো। তা সম্ভব না হ‌লে আগামী বছ‌রের জু‌নে ঢাকা থে‌কে পদ্মা সেতু হ‌য়ে ভাঙা পর্যন্ত ট্রেন চল‌বে। ২০২৪ সা‌লের জু‌নে ঢাকা থে‌কে য‌শোর পর্যন্ত ট্রেন চল‌বে।’

সেতুর কাজ দ্রুত শেষ করতে চলছে বিশাল কর্মযজ্ঞ। পদ্মা সেতুর দুই পাড়ে রেল ভায়াডাক্টের সাড়ে ৪ কিলোমিটারের পাথরবিহীন রেললাইন ইতোমধ্যে বসে গেছে।

এদিকে ৭ দশমিক এক পাঁচ কিলোমিটার রেল সংযোগ সেতুর মাত্র ২ দশমিক ছয় পাঁচ কিলোমিটারে রেল ট্র্যাক বসানো বাকি। ভায়াডাক্ট সম্পন্ন হওয়ায় বাকি অংশের পাথরবিহীন রেললাইন দ্রুত সম্পন্ন হবে বলে জানান কর্মকর্তারা।

এসএন/তাজা/২০২২


সম্পর্কিত বিষয়:

রেলমন্ত্রী পদ্মা সেতু

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top