রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী


প্রকাশিত:
১৩ এপ্রিল ২০২২ ২৩:৪১

আপডেট:
১৪ এপ্রিল ২০২২ ০১:১২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষ উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি।

বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ সরাসরি সম্প্রচার করবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার পহেলা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নিতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। করোনার কারণে দুই বছর ধরে বন্ধ ছিল মঙ্গল শোভাযাত্রা। তবে শনাক্ত কমে যাওয়ায় এবার বের হবে মঙ্গল শোভাযাত্রা।

এবারের মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য ‘তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’। লোকজ সংস্কৃতিকে ধারণ করে সাজানো হবে শোভাযাত্রা।

এসএন/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top