দ্রব্যমূল্য পুরো পৃথিবীতেই বেড়েছে : তথ্যমন্ত্রী
 প্রকাশিত: 
                                                ৪ এপ্রিল ২০২২ ০২:২০
 আপডেট:
 ৪ এপ্রিল ২০২২ ২১:২২
                                                
 
                                        শ্রীলঙ্কার অবস্থা দেখুন। ভারত, পাকিস্তান, ইউরোপ, আমেরিকা, সব জায়গায় দ্রব্যমূল্য বেড়েছে। করোনা এবং সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দ্রব্যমূল্য পুরো পৃথিবীতেই বেড়েছে বলে মন্ত্রব্য করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (৩ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে এক সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ইউরোপে খাদ্য ও ভোগ্যপণ্যের দাম কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। অন্যান্য দেশেও একই অবস্থা। আমাদের দেশেও কিছু-কিছু বেড়েছে। যেগুলো মূলত আমদানি নির্ভর পণ্য, সেগুলোরই দাম বেড়েছে।
তিনি বলেন, বিএনপি আসলে কোনো ইস্যু পাচ্ছে না, তাই খরকুটো আকড়ে ধরে তাদের রাজনীতি টিকিয়ে রাখতে চায়।
তিনি বলেন, এই পতনের আন্দোলনতো ২০০৯ সাল থেকে শুরু করেছে। এরপর জনগণ আরো দুবার ভোট দিয়ে আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আগামী নির্বাচনেও ইনশাল্লাহ বিজয়ের মাধ্যমে দেশ চালানোর দায়িত্ব জনগন আমাদের দেবে, সেটিই আমরা বিশ্বাস করি।
এসএন/তাজা/২০২২



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: