শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শুরু আজ


প্রকাশিত:
১৪ নভেম্বর ২০২১ ১৯:৪১

আপডেট:
৩ মে ২০২৪ ১১:০৩

ছবি-সংগৃহীত

একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন আজ রোববার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় শুরু হচ্ছে। গত ২৭ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ অধিবেশনে থাকছে বিশেষ আলোচনা।

সংসদ সচিবালয় থেকে জানা গেছে, ৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে এ অধিবেশন আহ্বান করা হয়েছে। ফলে এ অধিবেশন আজ শুরু হয়ে মাঝে মুলতবি দিয়ে ২৫ বা ২৬ নভেম্বর পর্যন্ত চলতে পারে বলে।

এ অধিবেশনে সাংবাদিকদের সরাসরি সংসদ ভবনে গিয়ে খবর সংগ্রহের অনুমোদন নেই। সংসদ বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচার থেকে গণমাধ্যমকর্মীদের অধিবেশন সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে হবে।

প্রায় দুই বছর এমন ব্যবস্থাপনায় গণমাধ্যমকর্মীরা অধিবেশন থেকে তথ্য সংগ্রহ করছেন। সংসদ সচিবালয় জানায়, এবারও করোনাবিষয়ক সব ধরনের সুরক্ষা বলয়ের মধ্যেই অধিবেশন অনুষ্ঠিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top