বাংলাদেশের শিল্পমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রীর বৈঠক
প্রকাশিত:
১১ নভেম্বর ২০২১ ০৭:০৭
আপডেট:
৩০ জানুয়ারী ২০২৬ ১৭:৫৭
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শিল্প উন্নয়নের ওপর ২য় আঞ্চলিক সম্মেলনে অংশ নেয়ার আগে সফররত বাংলাদেশের শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে দেশটির শিল্পমন্ত্রী আগুস গুমিওয়াং কার্তাসস্মিতার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউএনআইডিও) সহযোগিতায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শিল্প উন্নয়নের ওপর ২য় আঞ্চলিক সম্মেলন শুরুর প্রাক্কালে বুধবার (১০ নভেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শিগগির দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সইয়ের ব্যাপারে উভয়পক্ষ একমত পোষণ করেন। এছাড়া ব্লু ইকোনমি, কারিগরি দক্ষতা এবং হালাল শিল্প বিষয়ে সমঝোতা স্মারক সইয়ের ব্যাপারেও উভয়পক্ষ সম্মত হন। এ লক্ষ্যে কিছু দিনের মধ্যেই ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী তাদের বাণিজ্যমন্ত্রী এবং ব্যবসায়িক প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশ সফর করবেন।
প্রসঙ্গত, ১০-১১ নভেম্বর অনুষ্ঠেয় শিল্প উন্নয়নের ওপর দ্বিতীয় আঞ্চলিক সম্মেলনেঅংশ নিতে গত ৯ নভেম্বর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা পৌঁছান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

আপনার মূল্যবান মতামত দিন: