শৃঙ্খলমুক্ত হলেও গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি: কাদের
প্রকাশিত:
১০ নভেম্বর ২০২১ ২৩:১৮
আপডেট:
১ আগস্ট ২০২৫ ১২:৪০

গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হলেও এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র ক্রমবিকাশমান ধারা অব্যাহত থাকবে এবং সংগ্রাম চলবে এটাই আমাদের প্রত্যাশা।
বুধবার (১০ নভেম্বর) নুর হোসেন দিবসে রাজধানীর জিরো পয়েন্টে শহীদ নুর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগর নেতারা শহীদ নুর হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
নুর হোসেনকে স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, স্বৈরশাসন থেকে গণতন্ত্রের অভিযাত্রা নূর হোসেনের আত্মত্যাগ আমাদের গৌরবময় হয়ে আছে ইতিহাসের পাতায় ১০ নভেম্বর।
সেতুমন্ত্রী বলেন, আমাদের নেত্রী তখনকার বিরোধী দলের নেত্রী সময়ের সাহসী কাণ্ডারী শেখ হাসিনার নেতৃত্বে নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে বেগবান আন্দোলন আমাদের বহুকাঙ্ক্ষিত গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছে।
আপনার মূল্যবান মতামত দিন: