সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১০৬ ডেঙ্গুরোগী


প্রকাশিত:
১০ নভেম্বর ২০২১ ০৬:৪৩

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ১৯:৩৬

ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই দেশে শুরু হয়েছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১০৬ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৯৬ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ভর্তি ৬২৬ ডেঙ্গুরোগীর মধ্যে রাজধানী ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে ৫১৩ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি ১১৩ জন।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ১০৬ রোগীর মধ্য ঢাকার সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৩৫ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৪৭ জন রয়েছেন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ২৪ জন ভর্তি হন।

সূত্র আরও জানায়, ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৪ হাজার ৯০২ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ১৮০ জন।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top