রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘকে বাংলাদেশের তাগিদ
প্রকাশিত:
৫ অক্টোবর ২০২১ ১৭:০৪
আপডেট:
২ আগস্ট ২০২৫ ০৮:২০

রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক দেশসমূহকে তাদের প্রচেষ্টাসমূহ অব্যাহত রাখতে হবে। এক্ষেত্রে মিয়ানমারের রাখাইনে প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ সৃষ্টি এবং রোহিঙ্গাদের ওপর সৃষ্ট নৃশংসতম অপরাধের দায়বদ্ধতা নিরুপণ করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
স্থানীয় সময় সোমবার জাতিসংঘ সদরদপ্তরে সাধারণ পরিষদের ৩য় কমিটির সাধারণ বিতর্কে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রত্যাবাসন বিলম্বিত হওয়ার কারণে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পসমূহে হতাশার সৃষ্টি হচ্ছে এবং তা ক্রমশ বেড়েই চলছে মর্মে গভীর উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রদূত।
তিনি বলেন, ‘রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। এমনকি উপযোগী রোহিঙ্গাদের কোভিড-১৯ ভ্যাকসিন দিচ্ছে। কিন্তু দীর্ঘমেয়াদী এ সমস্যার সমাধান নিহিত রয়েছে নিজভূমি মিয়ানমারে তাদের নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপর।’
আপনার মূল্যবান মতামত দিন: