সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


সারাদেশে ৩ কোটি ৯০ লাখ ডোজ টিকা প্রয়োগ


প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২১ ১৪:৪৫

আপডেট:
২৩ সেপ্টেম্বর ২০২১ ২৩:০১

ফাইল ছবি

সারাদেশে এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধী টিকার প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ মিলে মোট ৩ কোটি ৯০ লাখ ৩১ হাজার ৮৯৬ ডোজ প্রয়োগ হয়েছে।

এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন দুই কোটি ৩৫ লাখ ১৩ হাজার ৩৬২ জন আর ২য় ডোজ নিয়েছেন এক কোটি ৫৫ লাখ ১৮ হাজার ৫৩৪ জন।

প্রথম ডোজ টিকা নেওয়াদের মধ্যে পুরুষ এক কোটি ৩২ লাখ ২০ হাজার ১১৪ জন আর নারী এক কোটি দুই লাখ ৯৩ হাজার ২৪৮ জন। দ্বিতীয় ডোজ টিকা নেওয়াদের মধ্যে পুরুষ ৮৯ লাখ ৪৬ হাজার ৫৭০ জন আর নারী ৬৫ লাখ ৭১ হাজার ৯৬৪ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করে বলা হয়েছে, দেশে এ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড ১ কোটি ২৪ লাখ ৭৩ হাজার ৬৫২ ডোজ, ফাইজার-বায়োএনটেকের টিকা ১ লাখ ৭ হাজার ৬৭৩ ডোজ, চীনের সিনোফার্মের টিকা ২ কোটি ১৪ লাখ ৭০ হাজার ৬৪৮ ডোজ এবং মডার্নার টিকা দেওয়া হয়েছে ৪৯ লাখ ৭৯ হাজার ৯২৩ ডোজ।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top