শিথিল হতে পারে লকডাউন
গণপরিবহন-শপিংমল-দোকানপাট চালু হতে পারে
 প্রকাশিত: 
                                                ১২ জুলাই ২০২১ ১৯:১৩
 আপডেট:
 ১৩ জুলাই ২০২১ ০২:৫১
                                                
 
                                        দেশজুড়ে করোনার সংক্রমণ রোধে কঠোর লকডাউন থাকলেও আগামী বৃহস্পতিবার থেকে ঈদ পর্যন্ত চলমান কঠোর বিধিনিষেধ শিথিল হতে পারে। সে ক্ষেত্রে আগামী ২৩ জুলাই থেকে কঠোর লকডাউন আবার শুরু হবে।
কর্মহীন মানুষের জীবন-জীবিকার প্রয়োজনে ও ঈদে মানুষের গ্রামে যাতায়াতের সুবিধার জন্য এমন সিদ্ধান্ত নিতে পারে সরকার। কারণ, ঈদুল ফিতরে লকডাউন শিথিল না করার পরও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে লাখ লাখ মানুষ ঢাকা ছাড়ে। আসছে ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতের সুবিধার জন্য স্বাস্থ্যবিধি মেনে যানবাহন চলাচলের অনুমতি দেওয়ার চিন্তা চলছে।
একই সঙ্গে শপিংমল, দোকানপাটসহ সবকিছু স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। এদিকে, কোরবানির পশু ক্রয়-বিক্রয় ও অফিস-আদালতের কার্যক্রম অনলাইনে চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে গতকাল রোববার (১১ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, লকডাউন আরও বাড়ানো হবে কিনা সে বিষয়ে আজ সোমবার (১২ জুলাই) রাতে কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সে অনুযায়ী ১৩ জুলাই (মঙ্গলবার) বিধিনিষেধ সংক্রান্ত আদেশ জারি হবে।
সম্পর্কিত বিষয়:
লকডাউন


 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: