রবিবার, ৪ঠা জানুয়ারী ২০২৬, ২১শে পৌষ ১৪৩২

Shomoy News

Sopno


‘বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক ভালো, নির্বাচন নিয়ে কোনো চাপ নেই’


প্রকাশিত:
৩ জানুয়ারী ২০২৬ ১৬:৫০

আপডেট:
৪ জানুয়ারী ২০২৬ ১৬:২৫

ছবি : সংগৃহীত

বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘আমরাই নির্বাচন করতে চাই। নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই।’

শনিবার (৩ জানুয়ারি) মুন্সীগঞ্জে সরকারি দফতর প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সময় সংক্ষিপ্ত, ১২ ফেব্রুয়ারি সরকার নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দেবে। তাই বহির্বিশ্বের চাপের কোনো বিষয় নেই। অন্যান্য দেশ বাংলাদেশের সঙ্গে কতটুকু ভালো সম্পর্ক রাখবে, সেটা তাদের বিষয়।’

শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফেরত আনার বিষয়ে তিনি বলেন, ‘বিচার নিয়ে তাড়াহুড়ার সুযোগ নেই। বিচার সময় বেঁধে হয় না। তারপরও সরকারের সার্বিক চেষ্টা থাকবে আসামিদের যত দ্রুত সম্ভব বিচারের মুখোমুখি করার।’

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফেরত আনার চেষ্টা চলছে। জড়িতদের ভারতে থাকার তথ্য থাকলেও নির্দিষ্ট কোথায় আছে, সে তথ্য নেই। সেটি জানা গেলে ভারত সরকারকে তাদের ধরার বিষয়ে বলা যেত।’


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top