যুক্তরাজ্যের ভিসার আবেদনের সময় যে ৪ বিষয়ে সতর্ক থাকতে হবে
প্রকাশিত:
২২ নভেম্বর ২০২৫ ১৭:২২
আপডেট:
২২ নভেম্বর ২০২৫ ১৯:১৯
যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করার সময় ৪টি বিপদ সংকেতের প্রতি খেয়াল রাখার পরামর্শ দিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন।
শনিবার (২২ নভেম্বর) এক বার্তায় ভিসা আবেদনকারীদের এসব পরামর্শ দিয়েছে হাইকমিশন।
যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করার সময় যে ৪টি বিপদ সংকেত দেখে সতর্ক হতে বলা হয়েছে-
১) কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউকেভিআই (UKVI)-এর প্রতিনিধি সেজে আপনার ব্যক্তিগত তথ্য চাইছে।
২) ট্রাভেল এজেন্ট নগদ অর্থ চাইছে, কোনো রসিদ দিচ্ছে না এবং ভিসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছে।
৩) ভিসা ফি ই-মেইল, ফোন বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পরিশোধ করতে বলছে।
৪) নিয়োগকারীরা এমন ভিসা সংক্রান্ত নথি প্রদান করছে যেখানে অসংখ্য ভুল ও ত্রুটি রয়েছে।
সম্পর্কিত বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন: