রবিবার, ২রা নভেম্বর ২০২৫, ১৮ই কার্তিক ১৪৩২

Shomoy News

Sopno


৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সাউদার্ন ইউনির্ভাসিটির ট্রেজারার-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা


প্রকাশিত:
২ নভেম্বর ২০২৫ ১২:৫১

আপডেট:
২ নভেম্বর ২০২৫ ২০:২৭

ফাইল ছবি

চট্টগ্রামের সাউদার্ন ইউনির্ভাসিটির ট্রেজারার ড. সরওয়ার জাহান ও সাবেক রেজিস্ট্রার মো. মোজাম্মেল হক বিরুদ্ধে প্রায় সাড়ে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আলমগীর হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এজাহার অনুযায়ী, ২০০৭ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের আপদকালীন তহবিলের জন্য সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের প্রবর্তক শাখায় একটি অ্যাকাউন্ট খোলা হয়। ওই অ্যাকাউন্ট থেকে ট্রেজারার ড. সরওয়ার জাহানের স্বাক্ষরে ছয় কোটি তিন লাখ ৬৮ হাজার ৭৩০ টাকা উত্তোলন করা হয়। তবে এই টাকা কোন খাতে খরচ করা হয়েছে তার প্রমাণ দেখাতে পারেননি তিনি।

এজাহারে আরও উল্লেখ কর হয়, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের নামে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংক পরিচালনা করা হয়কিন্তু এজেন্ট ব্যাংকের কোনো কমিশন বিশ্ববিদ্যালয়ের হিসাবে জমা হয়নি। উল্টো বিশ্ববিদ্যালয়ের খরচ থেকে এজেন্ট ব্যাংকে নিয়োজিত কর্মচারীকে বেতনের নামে ৮৮ হাজার ৭৩৮ টাকা দেওয়া হয়।

এ ছাড়া ঋণ গ্রহণ না করা সত্ত্বেও পরবর্তীতে ঋণ পরিশোধের নামে বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে ২৮ লাখা আট হাজার ৯৯০ টাকা আত্মসাকরা হয় বলে এজাহারে বলা হয়েছে

দুদকের উপপরিচালক মো. আলমগীর হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের আপদকালীন তহবিল থেকে ঋণ পরিশোধের নামে প্রায় সাড়েকোটি টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top