দায়িত্বশীলতা-দেশপ্রেম জাতির অগ্রযাত্রার চালিকা শক্তি : সিনিয়র সচিব
প্রকাশিত:
২১ অক্টোবর ২০২৫ ১৪:০৮
আপডেট:
২১ অক্টোবর ২০২৫ ১৮:২৮

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে সততা, দায়িত্বশীলতা ও দেশপ্রেম থাকতে হবে—এ তিনটি গুণই জাতির অগ্রযাত্রার চালিকা শক্তি।
মঙ্গলবার (২১ অক্টোবর) মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘দপ্তর প্রধানদের সমন্বয় সভা’য় সভাপতির বক্তব্যে তিনি এসব বলেন।
সিনিয়র সচিব বলেন, স্বচ্ছ ও আধুনিক ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনবান্ধব সেবা নিশ্চিত করতে হবে। কৃষি জমি সুরক্ষা, খাদ্য নিরাপত্তা ও পরিবেশ উন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়নই মূল লক্ষ্য।
সভায় জানানো হয়, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য মোটরসাইকেল সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ভূমি ভবনে একটি কেন্দ্রীয় লাইব্রেরি স্থাপনের প্রস্তাব করেন সিনিয়র সচিব।
তিনি বলেন, প্রকৃত দেশপ্রেম মানে নিজের চেয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। প্রযুক্তি, শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হবে সত্যিকারের দেশপ্রেমের প্রতিফলন।
সভায় আরও উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান একেএম সালাহউদ্দিন নাগরী, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ড. মাহমুদ হাসান এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: