সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫, ১৬ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


প্রকৌশল শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়া কনস্টেবল প্রত্যাহার


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২৫ ২১:২৯

আপডেট:
১ সেপ্টেম্বর ২০২৫ ০১:৪৬

ছবি সংগৃহীত

প্রকৌশল বিভাগের এক নারী শিক্ষার্থীকে আন্দোলনের সম্পৃক্ত থাকার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করে ধর্ষণের হুমকি দিয়েছিলো এক পুলিশ কনস্টেবল। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে এমন তথ্য জানিয়েছেন বুয়েট শিক্ষার্থী ও প্রকৌশল অধিকার আন্দোলনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাকিল আহমেদ।

শাকিল আহমেদ বলেন, ‘আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে আমাদের নারী শিক্ষার্থীদের বিভিন্নভাবে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। সম্প্রতি এক নারী শিক্ষার্থীকে পুলিশের এক কনস্টেবল হত্যা ও ধর্ষণের হুমকি দেন। আমরা বিষয়টি পুলিশকে জানালে সেই কনস্টেবলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে সেই পুলিশ কনস্টেবলের নাম পরিচয় জানা যায়নি।’

আন্দোলনকারীরা নানাভাবে সাইবার বোলিংয়ের শিকার হচ্ছেন এ বিষয়টি জানাতে বিকেলে প্রকৌশল অধিকার আন্দোলনের কর্মীরা ডিএমপি সদর দপ্তরে যান। প্রায় দুই ঘণ্টাব্যাপী আলোচনা হয় ও ডিএমপি কমিশনার ও প্রকৌশল শিক্ষার্থীদের মধ্যা। আলোচনায় তারা ২৮ আগস্ট শাহবাগে শিক্ষার্থীদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ, রংপুরে এক প্রকৌশল শিক্ষার্থীকে হেনস্তাসহ আন্দোলন সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলাপ করেন।

আলোচনা শেষে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে ছাত্র এবং পুলিশের দায়িত্ব কী হবে তা আলোচনা করা হয়েছে। সভা-সমাবেশ নিষিদ্ধ থাকা এলাকায় শিক্ষার্থীদের উপস্থিতি ঠিক হয়নি। আমরা এই বিষয়ে তাদের আইনগত দিকগুলো বুঝিয়েছি। যার বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধর করার অভিযোগ সেটার ব্যাপারে তদন্ত কমিটি করা হয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top