মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


বাণিজ্য নিয়ে আলোচনা করতে দিল্লিকে দেয়া চিঠির সাড়া এখনও পায়নি ঢাকা


প্রকাশিত:
১২ আগস্ট ২০২৫ ১৬:৩৪

আপডেট:
১২ আগস্ট ২০২৫ ২০:১১

ছবি সংগৃহীত

বাণিজ্যের নানা দিক নিয়ে আলোচনার জন্য ভারতের বাণিজ্যমন্ত্রীকে চিঠি দেয়া হয়েছে। তবে এখনও দিল্লির সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

২০২৫-২৬ অর্থবছরের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

বাণিজ্য উপদেষ্টা জানালেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে পেঁয়াজ আমদানির কথা ভাবছে সরকার। উন্মুক্ত করে দেয়া হবে আমদানিও।

অন্তর্বর্তী সরকার জাপান, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করবে, এমন তথ্যও দেন শেখ বশিরউদ্দীন।

এদিকে, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক আরও কমানো নিয়ে আলোচনা চলছে উল্লেখ করে তিনি বলেছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে। দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়টিও ভাবা হচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা দাবি করেন, ব্যবসা-বাণিজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রভাব নেই।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top