বৃহঃস্পতিবার, ৭ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


জুলাই কারাবন্দিদের তালিকা তৈরি করা হবে : আসিফ নজরুল


প্রকাশিত:
৬ আগস্ট ২০২৫ ২০:১৭

আপডেট:
৭ আগস্ট ২০২৫ ০০:০৬

ছবি সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের সময়সীমার মধ্যেই জুলাই কারাবন্দিদের তালিকা তৈরি করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।

বুধবার (৬ আগস্ট) বাংলা একাডেমিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জুলাই কারাবন্দিদের স্মৃতি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ।

আসিফ নজরুল বলেন, অন্তবর্তীকালীন সরকারের সময়সীমার মধ্যে আমরা জুলাই কারাবন্দিদের জন্য দুটো কাজ করব। প্রথমত তাদের তালিকা তৈরি করা ও কারাবিধি সংস্কারের কাজ করা। আমরা হয়তো কারাবিধি সংস্কার ইমপ্লিমেন্ট করতে পারব না, কিন্তু সংস্কারের পুরো প্রক্রিয়া সম্পন্ন করে যাব।

তিনি বলেন, আজকের এই অনুষ্ঠান আয়োজনের পরামর্শ আমাকে প্রদান করে আখতার। যদিও আমি বলেছিলাম, আরো কিছুদিন পরে করতে। কিন্তু ও বলল এখনই করতে।আজ আমি বুঝতে পেরেছি কেন ও এমনটা করেছে। জুলাই কারাবন্দিদের যে কষ্ট-দুঃখ, সেটা আজ এখানে না এলে শুনতে পারতাম না।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top