বৃহঃস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫, ৮ই শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


উত্তরায় বিমান বিধ্বস্ত : ২২ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর


প্রকাশিত:
২৩ জুলাই ২০২৫ ২১:৪৪

আপডেট:
২৪ জুলাই ২০২৫ ০৫:২৭

ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরায় গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে ২২ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। ইতোমধ্যে তাদের পরিবার ও আত্মীয়দের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৬ জনের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালে এবং ১ জনের মরদেহ লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারের মর্গে সংরক্ষিত আছে। এ মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য ডিএনএ নমুনা পরীক্ষার কার্যক্রম চলমান আছে।

শিক্ষার্থী ও পাইলটসহ এ পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে আইএসপিআর জানিয়েছে, বিমান দুর্ঘটনায় মোট ৩১ জন নিহত হয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top