বুধবার, ২৩শে জুলাই ২০২৫, ৭ই শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


৯ ঘণ্টা পর মাইলস্টোন ছাড়লেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব


প্রকাশিত:
২২ জুলাই ২০২৫ ২০:২১

আপডেট:
২৩ জুলাই ২০২৫ ০২:৪৭

ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বের হয়েছেন সরকারের দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

মঙ্গলবার (২২ জুলাই) রাত পৌনে ৮টার দিকে মাইলস্টোন কলেজের ভবন থেকে বের করে আনা হয় তাদের।

সোমবার ওই শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার পর আজ সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও প্রেস সচিব শফিকুল আলম মাইলস্টোন কলেজে যান।

পরিদর্শন শেষে ফেরার সময় শিক্ষার্থীরা তাদের পথ আটকায়। শিক্ষার্থীরা গাফিলতির অভিযোগ তুলে উপদেষ্টাদের ঘিরে বিক্ষোভ শুরু করেন।

এরপর বিকেল পৌনে ৪টার দিকে তারা পুলিশের প্রহরায় সেখান থেকে বের হওয়ার চেষ্টা করেন। বের হওয়ার ১০ মিনিট পর সংলগ্ন সড়কে বিক্ষোভরত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুই উপদেষ্টা ও প্রেস সচিব আবার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে ঢুকে অবস্থান নেন। পরে রাত পৌনে ৮টার দিকে তারা মাইলস্টোন ছাড়েন।

এদিকে আলোচনার জন্য বুধবার (২৩ জুলাই) সকাল ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে মাইলস্টোনের শিক্ষার্থী প্রতিনিধিরা (১০ সদস্যের প্রতিনিধি যাবে, ১৫ জনও হতে পারে)। বিষয়টি জানিয়েছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী নাজিম শেখ।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬৫ জন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top