বৃহঃস্পতিবার, ১০ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২

Shomoy News

Sopno


সাফজয়ী ঋতুপর্ণার ক্যানসার আক্রান্ত মায়ের পাশে তারেক রহমান


প্রকাশিত:
৯ জুলাই ২০২৫ ১৮:৪২

আপডেট:
১০ জুলাই ২০২৫ ১০:৩১

ছবি সংগৃহীত

নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যানসার আক্রান্ত মা ভূজোপতি চাকমার পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৯ জুলাই) তারেক রহমানের নির্দেশনায় রাঙামাটির কাউখালীর মগাছড়ি গ্রামে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে ‘আমরা বিএনপি পরিবারের’ একটি প্রতিনিধিদল।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে প্রতিনিধি দলটি ঋতুপর্ণার মাকে চিকিৎসা সহায়তা তুলে দেয় এবং তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতা জানান।এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন উপস্থিতি ছিলেন।

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন — বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাজীব জাফর চৌধুরী ও জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন প্রমুখ।

প্রসঙ্গত, ঋতুপর্ণার বাবা বরজ বাঁশি চাকমা ২০১৫ সালে ক্যানসারে মারা যান। বাবার অনুপ্রেরণায় ফুটবলার হয়ে ওঠা ঋতু বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে পড়াশোনা করছেন। সম্প্রতি এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমার ও তুর্কমেনিস্তানের বিপক্ষে গোল করে দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দেন তিনি।

এসএন /সীমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top