বৃহঃস্পতিবার, ২৯শে মে ২০২৫, ১৪ই জ্যৈষ্ঠ ১৪৩২

Shomoy News

Sopno


মোহাম্মদপুরে ২০ লাখ টাকার হেরোইনসহ চিহ্নিত মাদককারবারি গ্রেফতার


প্রকাশিত:
২৬ মে ২০২৫ ১৮:০৫

আপডেট:
২৯ মে ২০২৫ ০২:৪০

ছবি সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ২০ লক্ষাধিক টাকা মূল্যের ২০৫ গ্রাম হেরোইনসহ খোরশেদ (৪৭) এক চিহ্নিত মাদককারবারিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

মোহাম্মদপুর থেকে মিরপুরগামী রোডের অনুরাগ হোটেলের উত্তর পাশে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

সিটিটিসি সূত্র জানায়, মোহাম্মদপুর থানাধীন মিরপুরগামী রোডের অনুরাগ হোটেলের উত্তর দিকে কয়েকজন মাদক কারবারি মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে- এমন সংবাদের প্রেক্ষিতে অভিযান চালিয়ে খোরশেদকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের ওজন ২০৫ গ্রাম ও আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। এসময় তার সঙ্গে থাকা মো. আদিল ও ফাইজারসহ কয়েকজন মাদক কারবারি দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোরশেদ স্বীকার করেছেন, তিনি ও পালিয়ে যাওয়া ব্যক্তিরা হেরোইন ক্রয় বিক্রয়ের জন্য ঘটনাস্থলে অবস্থান করছিলেন।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top