প্রতারণা বলছে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন
৫০০ টাকায় ১০ এমবিপিএস ইন্টারনেটের ঘোষণা
 প্রকাশিত: 
                                                ১৯ এপ্রিল ২০২৫ ১৫:২৫
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২৩:৪৭
                                                
 
                                        গ্রাহক পর্যায়ে ৫০০ টাকায় ১০ এমবিপিএস ইন্টারনেট পরিষেবার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন (আইএসপিএবি)।
শনিবার (১৯ এপ্রিল) টেলিকম রিপোর্টারদের সংগঠন টিআরএনবি আয়োজিত এক সেমিনারে সংগঠনটির সভাপতি ইমদাদুল হক এমন তথ্য জানিয়েছেন। তবে গ্রাহক অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্তকে গ্রাহকদের সঙ্গে প্রতারণা হিসেবে উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে।
ইমদাদুল হক জানান, এখন থেকে ৫০০ টাকার ইন্টারনেট প্যাকেজে গ্রাহকরা ১০ এমবিপিএস গতির সেবা পাবেন, যা আগে ৫ এমবিপিএস ছিল। এই সিদ্ধান্ত আজ শনিবার থেকেই কার্যকর হবে।
তিনি আরও জানান, আইএসপি অ্যাসোসিয়েশন ব্রডব্যান্ড সেবার সর্বনিম্ন গতি ২০ এমবিপিএস করতে চায় এবং এজন্য লাইসেন্স আপগ্রেডেশনের প্রয়োজন। পাশাপাশি, বিনিয়োগ আকৃষ্ট করতে লাইসেন্সের মেয়াদ ১০ বছর নির্ধারণের দাবি জানান ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা। তারা সহজ শর্তে ঋণ প্রাপ্তিরও দাবি জানান।
তবে, ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস করা হলে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, সরকার এরইমধ্যে সাবমেরিন ক্যাবল ব্যান্ডউইথের মূল্য কমিয়েছে এবং গ্রাহক অ্যাসোসিয়েশনের চেষ্টায় পাঁচ শতাংশ ভ্যাট প্রত্যাহার হয়েছে। তাছাড়া ফাইবারের জটিলতাও নিরসন করা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের গ্রাহকরা আইটিসির মাধ্যমে যে ব্যান্ডউইথ ব্যবহার করে তা আসলে পূর্ণাঙ্গ ইন্টারনেট নয়, বরং এক ধরনের ইন্টারটেইনমেন্ট ইন্টারনেট। যেখানে ভারত থেকে ১ জিবিপিএস ব্যান্ডউইথ ৮০ টাকায় কেনা হয়, সেখানে বাংলাদেশে এর দাম অনেক বেশি। গ্রাহক অ্যাসোসিয়েশন সর্বনিম্ন গতি ২০ এমবিপিএস এবং সর্বোচ্চ ১০০ এমবিপিএস প্রত্যাশা করেছিল। বিটিআরসি যদি ১০ এমবিপিএস গতির সিদ্ধান্ত গ্রাহকদের উপর চাপিয়ে দেয়, তবে তা অন্যায় ও অযৌক্তিক হবে। সেজন্য এই সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধও জানান তিনি।
সম্পর্কিত বিষয়:



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: