রোজায় লকডাউনে কতক্ষণ খোলা থাকবে খাবারের দোকান
 প্রকাশিত: 
                                                ১২ এপ্রিল ২০২১ ১৯:০১
 আপডেট:
 ১২ এপ্রিল ২০২১ ২১:২৫
                                                
 
                                        আগামী ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। এই সময়ে অফিস আদালত বন্ধ ঘোষণা করে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
তবে প্রজ্ঞাপন অনুযায়ী, খাবারের দোকান দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা এবং রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত বিক্রয় ও সরবরাহ করা যাবে। কিন্তু শপিং মল অন্যান্য দোকান বন্ধ থাকবে।
তবে কাচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উন্মুক্ত স্থানে বিক্রি করা যাবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্শাসিত ও বেসরকারি অফিস বা আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সব কর্মকর্তা কর্মচারি নিজ নিজ কর্মক্ষেত্রে অবস্থান করবেন। তবে বিমান, সমুদ্র, নৌ ও স্থলবন্দর এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। সব ধরনের পরিবহণ ব্যবস্থাপনা বন্ধ থাকবে। শিল্প কারখানা স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে।
তবে শ্রমিকদের পরিবহণের ব্যবস্থা নিজ নিজ প্রতিষ্ঠানকে করতে হবে। আইনশৃঙ্খলাসহ জরুরি পরিসেবা যেমন, কৃষি উপকরণ, খাদ্য পরিবহন ও ত্রাণ বিতরণ,স্বাস্থ্যসেবা, করোনার টিকা,গণমাধ্যম এসব নিষেধাজ্ঞার বাইরে থাকবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনওভাবেই বাড়ির বাইরে যাওয়া যাবে না।
সম্পর্কিত বিষয়:
লকডাউন


 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: