বৃহঃস্পতিবার, ২৭শে মার্চ ২০২৫, ১২ই চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


দেশে প্রথমবারের মতো পোষা প্রাণীদের জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু


প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২৯

আপডেট:
২৭ মার্চ ২০২৫ ০৩:৫৪

ছবি সংগৃহীত

দেশে প্রথমবারের মতো প্রাণীদের জন্য অ্যাম্বুলেন্স সেবা নিয়ে এসেছে ‘সুস্থতা’ নামের একটি প্রতিষ্ঠান। যারা বাসায় কুকুর-বিড়ালের মতো প্রাণী পোষেন, তাদের সারাক্ষণই দুশ্চিন্তায় থাকতে হয় প্রিয় প্রাণীটিকে নিয়ে। কখনো তারা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য ঠিকঠাক যানবাহন খুঁজে পাওয়া তাদের জন্য প্রায়ই বিপত্তিকর হয়ে দাঁড়ায়। এ বিষয়টি মাথায় রেখে দেশে প্রথমবারের মতো পোষা প্রাণীর অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে ‘সুস্থতা’।

গত ১৫ ফেব্রুয়ারি থেকে এ সেবা চালু করে প্রতিষ্ঠানটি।

সুস্থতার চেয়ারম্যান অ্যাঞ্জেলো আফনান হামিদ তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, যে কোনো পোষা প্রাণীর মালিকের জন্য সবচেয়ে ভয়াবহ মুহূর্তগুলোর একটি হলো, যখন তাদের পোষা প্রাণী অসুস্থ হয়ে পড়ে। আমার একটি পোষা কুকুর ছিল। যেহেতু আমার নিজের গাড়ি ছিল না, তাই কুকুরকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য আমাকে গাড়ি ভাড়া করতে হতো। অনেক চালকই রাজি হতেন না। তারা বলতেন, গাড়িতে পোষা প্রাণী নেওয়ার অনুমতি নেই তাদের। আমাকে অসংখ্যবার এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তখনই আমি বুঝতে পেরেছি, মানুষের মতো পোষা প্রাণীরও একটি আলাদা অ্যাম্বুলেন্স সেবা প্রয়োজন।

‘সুস্থতা’র সহ-প্রতিষ্ঠাতা ও সিইও মেজবাউল আমিন বলেন, দেশব্যাপী থাকা এই অ্যাম্বুলেন্স সেবাটি আপনার পোষা প্রাণীটিকে কাছাকাছি বা শহরের বাইরে দূর-দূরান্তেও পশুচিকিৎসকের কাছে নিয়ে যেতে পারবে। এই অ্যাম্বুলেন্সের সার্ভিস চার্জ সাধারণ অন্যান্য অ্যাম্বুলেন্সের মতোই।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য খুব সাধারণ, কোনো পোষা প্রাণী যেন যানবাহনের অভাবে কষ্ট না পায়। জরুরি হোক বা রুটিন চেক-আপ, আমরা সবসময় সহায়তার জন্য আছি। আপনি যেকোনো সময় www.susthotaa.com এ অ্যাম্বুলেন্স সেবা প্রি-বুক করতে পারেন। আর জরুরি সেবার জন্য 09601 222 777 নম্বরে কল করতে পারেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top