জনপ্রশাসন সংস্কার কমিশন
আমরা যে সুপারিশ করছি সেগুলো সবই বাস্তবায়ন করা সম্ভব
প্রকাশিত:
৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৯
আপডেট:
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১২

জনপ্রশাসন সংস্কার নিয়ে কমিশনের প্রতিবেদন আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। সুপারিশগুলো সবই বাস্তবায়ন করা সম্ভব বলেও মনে করেন তিনি।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।
আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, কাল (বুধবার) দুপুর সাড়ে ১২টায় আমরা প্রধান উপদেষ্টার অফিসে যাব এবং তার কাছে প্রতিবেদন হস্তান্তর করব। একইসঙ্গে কালকে আইন কমিশনও তাদের প্রতিবেদন জমা দেবে।
প্রতিবেদনে ১০০টির বেশি সুপারিশ থাকছে বলেও জানান তিনি।
মুয়ীদ চৌধুরী বলেন, আমরা যে সুপারিশ করছি সেগুলো সবই বাস্তবায়ন করা সম্ভব। অসম্ভব কিছু হলে তো সেগুলো সুপারিশ করতাম না। সুপারিশগুলো বাস্তবায়ন সম্ভব হবে কি না সেটা তো এখন সরকার বুঝবে।
এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেন, প্রতিবেদন জমা দেওয়ার পর সেটি হবে পাবলিক ডকুমেন্ট। ওয়েবসাইটে দেওয়া হবে, সবাই জানবেন। জমা দেওয়ার পরে সবাই জানুক এতে ভুল বোঝাবুঝির অসুবিধা থাকে না।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: