আপাতত লকডাউনের চিন্তা নেই সরকারের
 প্রকাশিত: 
                                                ১৭ মার্চ ২০২১ ০০:৪৮
 আপডেট:
 ১৭ মার্চ ২০২১ ১৫:৫০
                                                
 
                                        কোভিড-১৯ এর সংক্রমণ আবার বাড়লেও নতুন করে লকডাউন দেওয়ার চিন্তা নেই সরকারের। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।
মঙ্গলবার (১৬ মার্চ) স্বাস্থ্য অধিদফতরে সাংবাদিকদের তিনি বলেন, ‘কঠোর লকডাউনের বিষয়ে আমাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে আগের যে স্বাস্থ্যবিধি ছিল, সেগুলো বেশি বেশি করে মানা, সেগুলো প্রচার করা নিয়ে আলোচনা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে যে- রেস্তোরাঁ, পরিবহনে ভিড় এড়ানো, সবাইকে মাস্ক পরানো, পর্যটন কেন্দ্রগুলোয় যেন লোকজন ভিড় না করে।’
সম্পর্কিত বিষয়:
লকডাউন


 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: