গভীর রাতে গেলেন চার উপদেষ্টা, তারপর হাসপাতালে ফিরলেন আহতরা
প্রকাশিত:
১৪ নভেম্বর ২০২৪ ১০:৩০
আপডেট:
৬ ডিসেম্বর ২০২৪ ১০:৪০
গভীর রাতে চার উপদেষ্টা যাওয়ার পর অবশেষে সড়ক ছেড়ে হাসপাতালে ফিরেছেন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতরা। সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন তারা।
এই বিক্ষোভকারীরা স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে গতকাল সড়কে অবস্থান নেয় স্লোগান দিচ্ছিলেন। পরে হাসপাতালে ফিরে যেতে চারজন উপদেষ্টাকে সেখানে উপস্থিত হওয়ার শর্ত দেন তারা।
পরে রাত আড়াইটার দিকে বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করতে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উপদেষ্টা মাহফুজ আলম এবং প্রতিমন্ত্রী পদমর্যাদায় সহকারী (স্বাস্থ্য) হিসেবে দায়িত্বপ্রাপ্ত মো. সায়েদুর রহমান।
দূতাবাসের কাউন্সেলরকে দেশে ফেরত, চাকরি হারাচ্ছেন লোকাল স্টাফ
সেখানে আলোচনা শেষে আহতরা হাসপাতালে ফিরতে রাজি হন। তখন উপদেষ্টারা তাদের নিয়ে হাসপাতালে ঢোকেন।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: