বন্যায় রেড ক্রিসেন্টের ভূমিকা দুঃখজনক: স্বাস্থ্য সচিব
 প্রকাশিত: 
                                                ২৭ আগস্ট ২০২৪ ১৭:৫৮
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২২:৩৩
                                                
 
                                        চলমান বন্যায় স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট সোসাইটির ভূমিকা দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ। সংগঠনটির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সিনিয়র সচিব।
মঙ্গলবার (২৭ আগস্ট) সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে চিকিৎসাসেবা, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র জনতার চিকিৎসাসহ সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব এ কথা জানান।
তিনি বলেন, 'ফেনী, কুমিল্লা ও নোয়াখালীতে রেড ক্রিসেন্টের ভূমিকা খুবই দুঃখজনক। সেজন্য রেড ক্রিসেন্টের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। যাতে তারা সক্রিয় হয়।'
সিনিয়র সচিব বলেন, 'এবার মাঠে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা যায়নি, সেটা আমি বলবো না।  মাঠে তো তারা এমনিতেই যাবে।  এসপির ডাকে যাবে। কিন্তু রেড ক্রিসেন্টের ওভারঅল ভূমিকা সন্তোষজনক না হওয়ায় আমরা আজকে বোর্ডটা ভেঙে দিয়েছি।'
'নতুন চেয়ারম্যান, নতুন সেক্রেটারি জেনারেল বসবেন। তারা নতুন করে এক্টিভেট করবেন, নতুন লোক আসবে। আপনারা দেখবেন যেকোন বিপদে যেন আমাদের সহযোগী হিসেবে রেড ক্রিসেন্ট অংশগ্রহণ করতে পারে।'
আকমল হোসেন আজাদ আরও বলেন, আমাদের বুদ্ধি বিবেচনায় মনে হয়েছে, এদের দিয়ে আর চলবে না। আপনারা (সাংবাদিক) খবর নেন সেখানে কি হয়েছে।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: