শনিবার, ৩১শে জানুয়ারী ২০২৬, ১৭ই মাঘ ১৪৩২


বিসিবি সভাপতির পদ থেকে পাপনের পদত্যাগ


প্রকাশিত:
২১ আগস্ট ২০২৪ ১১:৪৯

আপডেট:
৩১ জানুয়ারী ২০২৬ ০১:২৮

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। আজ বুধবার বিসিবির বোর্ড সভায়েমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিসিবি পুনর্গঠন নিয়ে কদিন ধরেই চলছে জোর আলোচনা। আজ জরুরি সভা ডেকেছিল সংস্থাটি। আগেই ধারণা করা হয়েছিল আজকের সভায়ই পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে দিবেন এক যুগ ধরে বিসিবির সভাপতির চেয়ারে থাকা পাপন।

অবশেষে হয়েছেও তাই। আজ সভা শুরুর পরপরই সভাপতির পদ থেকে পদত্যাগ করেন পাপন।

পাপন বিসিবির সভাপতি হিসেবে মনোনীত হন ২০১২ সালে। এরপর ২০১৩ সালে নির্বাচনেও তিনিই সভাপতিই নির্বাচিত, এরপর থেকেই দেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার প্রধান হিসেবে আছেন তিনি। সবশেষ নির্বাচনেও তিনিই সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

এদিকে পাপনের পদ্যত্যাগের পর এবার বিসিবিতে আসছে নতুন সভাপতি। ধারণা করা হচ্ছে জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ বিসিবির সভাপতি হতে পারেন।

আজ বিসিবির জরুরী সভায় ফারুক আহমেদও যোগ দিয়েছেন বলে জানা গেছে। এছাড়া নাজমুল আবেদিন ফাহিমও আছেন এই সভায়।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top