ধানমন্ডি, রামপুরা ও দক্ষিণখানে নতুন ওসি
 প্রকাশিত: 
                                                ৩১ জুলাই ২০২৪ ১২:৩৪
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২২:৩৫
                                                
 
                                        ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি, রামপুরা ও দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। এ তিন থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এই বদলি ও পদায়ন করা হয়।
ধানমন্ডি থানায় মোহাম্মদ এমরানুল ইসলাম, রামপুরা থানায় মোহাম্মদ রিজাউল হক আর দক্ষিণখান থানায় মো. আশিকুর রহমানকে নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
অপর এক আদেশে খিলগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তফাকে যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।
এর আগে গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশের দুজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি), পাঁচজন অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) ও পুলিশ সুপার পদমর্যাদার ৪৮ কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি করা হয়েছে।
এর পরদিন পুলিশ সদর দফতরের এক আদেশ ডিএমপির আট থানার ওসিদের বদলি করা হয়।
প্রসঙ্গত, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতার জন্য পুলিশে বড় রদবদল করা হচ্ছে বলে জানিয়েছে সূত্র।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: