মুক্ত খালেদাকে কীভাবে মুক্ত করবো, প্রশ্ন আইনমন্ত্রীর
প্রকাশিত:
৯ জুলাই ২০২৪ ১৬:৩৬
আপডেট:
১ আগস্ট ২০২৫ ১৯:০১

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে একজন মুক্ত মানুষ দাবি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘এই মুক্ত মানুষকে কীভাবে মুক্ত করবো?’
আজ (মঙ্গলবার) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি আবার আন্দোলনে যাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, দেখেন, আমি একটা কথা বুঝতে পারছি না, সেটা হচ্ছে, খালেদা জিয়া মুক্ত। এই মুক্ত মানুষকে কীভাবে মুক্তি দেব? আমি বুঝে উঠতে পারছি না, এখানেই আমার বক্তব্য শেষ।
আপনার মূল্যবান মতামত দিন: