শুক্রবার, ৩০শে জানুয়ারী ২০২৬, ১৬ই মাঘ ১৪৩২


সকালে ঝুম বৃষ্টি, ভোগান্তি চরমে


প্রকাশিত:
২৯ জুন ২০২৪ ১১:০৯

আপডেট:
৩০ জানুয়ারী ২০২৬ ০৫:৩২

ছবি সংগৃহিত

আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে আষাঢ়ের শেষ দিকে দেশজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানানো হয়েছে। অনেক জেলায় খুব বৃষ্টিপাত হচ্ছে। তবে সে তুলনায় ঢাকায় বেশ কম। অবশ্য শনিবারের সকালে ঢাকায় ঝুম বৃষ্টি শুরু হয়। পুরান ঢাকা থেকে শুরু করে গুলিস্তান, পল্টন, মালিবাগ-রামপুরা, বাড্ডা, নতুন বাজার এলাকায় মুষলধারে বৃষ্টিতে হতে দেখা গেছে।

সাপ্তাহিক সরকারি ছুটির দিন হলেও বেসরকারি চাকরিজীবী কিংবা খেটে খাওয়া মানুষ যারা জীবিকার টানে ঘরের বাইরে বের হয়েছেন তারা পড়েছেন বৃষ্টির বিড়ম্বনায়।

বৃষ্টির গতি অনেক বেশি থাকায় অনেকেই যানবাহন কিংবা রিকশায় উঠতে না পেরে আশ্রয় নিয়েছেন রাস্তার পাশের ভবনের নিচে, কেউ আবার আশপাশের দোকানে আশ্রয় নিয়েছেন।

গুলিস্তান এলাকায় দেখা গেছে, বৃষ্টির হাত থেকে বাঁচতে গোলাপ শাহ মাজারের ছাদের নিচে, আবার হানিফ ফ্লাইওভারের নিচেও কেউ কেউ আশ্রয় নিয়েছেন। তবে বৃষ্টির শঙ্কায় যারা ছাতা নিয়ে বের হয়েছেন তারা কিছুটা স্বস্তিতে চলতে পারছেন।

মালিবাগ এলাকায় দেখা গেছে, বৃষ্টিতে আটকে পড়া মানুষ আবুল হোটেলের সামনের বড় ছাউনির নিচে দাঁড়িয়ে ভেজার হাত থেকে বাঁচার চেষ্টা করছেন। কেউ আবার পাশের ওভারব্রিজের নিচেও আশ্রয় খুঁজছেন।

ভারী বর্ষণের সতর্কতা

এদিকে ঢাকায় আগেই ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার রাতে সংস্থাটির পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও শুক্রবার (২৮ জুন) সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবন জেলার পাহাড়ী এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top