সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়লেন বস্ত্র ও পাটমন্ত্রী


প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২৪ ১৯:২৯

আপডেট:
৬ মে ২০২৪ ১৯:৩৯

ফাইল ছবি

‘আম্বিয়ান্তে ফেয়ার’-এ অংশগ্রহণের জন্য ছয় দিনের সরকারি সফরে জার্মানির ফ্রাঙ্কফুর্টের উদ্দেশে রওনা হয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা ত্যাগ করেন তিনি। জুট ডাইভারসিফিকেশন প্রমোশান সেন্টারের (জেডিপির) নির্বাহী পরিচালক গোপাল চন্দ্র দাশ ও সহকারী একান্ত সচিব হোসাইন মাহমুদ জোনাইদ তার সফর সঙ্গী হয়েছেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, মন্ত্রী আম্বিয়ান্তে ফেয়ারে অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা উদ্যোক্তা প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করবেন। আম্বিয়ান্তে ফেয়ারে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের পাশাপাশি আয়োজকদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন তিনি।

এ ছাড়া, জার্মানির ব্যবসায়িক নেতাদের সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে তার বৈঠক করার কথা রয়েছে।

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের আগামী ৩০ জানুয়ারি দুপুরে দেশে ফেরার কথা রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top